ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে বানভাসিদের দুর্ভোগ চরমে

প্রতিনিধি

মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬ , ১১:১১ এএম


loading/img

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কিছুটা কমলেও এখনো ভোগান্তি কমেনি বানভাসি প্রায় ৩ লক্ষাধিক মানুষের। গেল ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার কমে মঙ্গলবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

বাড়িতে পানি ওঠায় জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে মানুষ। এরই মধ্যে জেলার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নেরই দু’লক্ষাধিক মানুষ ঘড়-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।   এছাড়া পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে বিপাকে পড়েছেন বানভাসিরা। এই উপজেলাসহ জেলার প্রায় এক শতাধিক হাট-বাজার এখনও পানিতে তলিয়ে রয়েছে। বন্ধ রয়েছে প্রায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। 

বিজ্ঞাপন

সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৬৬৫ মেট্রিক টন চাল ও নগদ ২৬ লক্ষ টাকা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়।

এদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চল ও বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে চিড়া, গুড়, জরুরি ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ত্রাণ বিতরণ করছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |